নারীরাও হস্তমৈথুন উপভোগ করে
হস্তমৈথুন এমন একটি যৌনক্রিয়া যার মধ্য
দিয়ে যৌনাঙ্গকে অঙ্গপত্যঙ্গ বা কোন বস্তু দ্বারা আলোড়িত করে কামউত্তেজনার
শীর্ষ পর্যায়ে পৌঁছানো যায়। উইকিপিডিয়া দিচ্ছে মজার তথ্য; তা হলো মানুষই
একমাত্র প্রাণীসত্তা নয়, যারা হস্তমৈথুন করে।
এই ক্রিয়া জারি আছে অন্য প্রাণীর বেলাতেও।
সেকারণে হস্তমৈথুন অস্বাভাবিক নয়, প্রাকৃতিক এক প্রক্রিয়া।স্বভাবতই এই
স্বাভাবিক প্রক্রিয়ায় নারীরাও অংশীদার।
কী ভাবেন তারা হস্তমৈথুন নিয়ে? সম্প্রতি
ভারতীয় এক টেলিভিশন চ্যানেল সেদেশের নারীদের উপর একটি প্রতিবেদন করেছে।
সেখানে তারা নারীদের হস্তমৈথুন সম্পর্কিত বেশকিছু প্রশ্ন করেছে।
হস্তমৈথুন করেন কিনা এমন প্রশ্নের জবাবে
অধিকাংশ ভারতীয় নারী বলেছেন, এটা মানুষের জৈবিক চাহিদা এবং খুবই প্রাকৃতিক।
হস্তমৈথুন কে না করে?
কখন হস্তমৈথুন করেন এ প্রশ্নে তদের কেউ
কেউ জানান, পর্ন ভিডিও দেখার সময়। কেউ কেউ আবার বলেছেন উত্তেজিত হওয়ার জন্য
কোন রকম উত্তেজক ভিডিও দেখার প্রয়োজন পড়ে না তাদের।
প্রথম হস্তমৈথুনের অভিজ্ঞতা সম্পর্কে
অনেকে বলেন, প্রথমবারের অভিজ্ঞতা খুবই অসাধারণ। তবে কেই কেউ প্রথম
অভিজ্ঞতার কথা স্মরণ করতে পারেননি।
নারীরাও হস্তমৈথুন উপভোগ করে
Reviewed by Bangla health center
on
2:55 AM
Rating:
