কোমরের ব্যথা না কিডনির?

কোমরের ব্যথা না কিডনির? 

আমাদের দেশে অনেক রোগী আছেন, যারা আসলে জানেন না যে কোনটি কোমর ব্যথা আর কোনটি
কিডনির ব্যথা। বেশির ভাগ কোমর ব্যথার রোগী মনে করেন তাদের কিডনিতে সমস্যা হয়েছে। তবে কিছু তথ্য বা উপসর্গ জানা থাকলে নিজে নিজেই বোঝা যাবে ব্যথাটা কিসের।
কিডনি রোগীদের উপসর্গ বা ব্যথা
— কিডনির ব্যথা সাধারণত মেরুদণ্ড থেকে একটু দূরে ডান বা বাম পাশে হয়। যা পেছনের পাঁজরের নিচের অংশে অনুভূত হয় ও এই ব্যথা নড়াচড়া করে, কোমরের দুই পাশেও যেতে পারে এবং পেছনের নরম জায়গায় অনুভূত হতে পারে।
— রোগী নিজেকে অসুস্থ এবং দুর্বল বল মনে করবে
কোমরের ব্যথা না কিডনির? কোমরের ব্যথা না কিডনির? Reviewed by Bangla health center on 8:33 PM Rating: 5