সন্তান নেওয়ার আগে পাঁচ জরুরি পরীক্ষা

সন্তান নেওয়ার আগে পাঁচ জরুরি পরীক্ষা


বলা হয়, মা হওয়া পৃথিবীর শ্রেষ্ঠতম সুখের মধ্যে একটি। শিশুর ছোট ছোট চোখ, হাত, পা, মুখ দেখা এক
অসাধারণ অনুভূতি! অনেক দম্পতি রয়েছে যাদের সন্তান নিতে কোনো সমস্যা হয় না।
আবার অনেকেই রয়েছে যারা এ সময় বিভিন্ন ধরনের সমস্যায় ভোগে। এসব সমস্যা সাধারণত জীবনযাপনের ধরন, ওজনাধিক্য, জিনগত কারণ-এসবের জন্য হয়।
তাই গর্ভধারণের আগে এসব জটিলতা এড়া্তে কিছু পরীক্ষা করা প্রয়োজন। লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে এ বিষয়ে কিছু পরামর্শ
সন্তান নেওয়ার আগে পাঁচ জরুরি পরীক্ষা সন্তান নেওয়ার আগে পাঁচ জরুরি পরীক্ষা Reviewed by Bangla health center on 8:18 PM Rating: 5